পৃথিবী শুনছো

অন্ধকার (জুন ২০১৩)

নৈশতরী
  • ১৯
  • ৩৬
পৃথিবী শুনছো,
যখন সবাই নিজ নিজ আগুনে পুড়ছে
যখন কারো খেয়াল নেই কারোর দিকে
এমন কি নিজের দিকেও না!
এ রকম একটা ভুলে যাওয়া সময়ে আমি তোমার নাম ধরে ডাকছি
পৃথিবী তুমি শুনছো?
সবার ভেতরে কিসের যেন একটা আগুন জ্বলছে!
কিসের যেন একটা মায়াজাল
খুব সুনিপুণে ভুলিয়ে, কোথায় যেন নিয়ে যাচ্ছে মানুষকে?
ক্রমাগত সেদিকেই লোকজন বিভক্ত হয়ে দলে দলে ছুটছে,
ছুটে যাচ্ছে জাত, জাতিগত্র, আমাদের ভবিষ্যৎ।
এরকম একটা ছুটে যাওয়া মুহূর্তে আমি তোমার নাম ধরে ডাকছি
পৃথিবী তুমি শুনছো?
কবেকার ছায়ের তলে চাপা পড়ে থাকা আগুন,
যাকে অনেক আগে উস্কে দেয়া হয়েছিলো ভুলের দিকে তাক করে,
সে আগুন এখন একটু একটু করে খড়ের পালা বেয়ে,
ছোনের-ঘর পুড়িয়ে, উঠে এসেছে পোড়া ইটের পাকা-ঘর পর্যন্ত!
এইরকম একটা জ্বলে যাওয়া লালচে সময়ে,
আমি আর কার অপেক্ষায় থেকে যাবো নিজেকে দাঁড় করিয়ে?
পৃথিবী তুমি শুনছো?
যখন সবাই সবার টা নিয়ে ব্যস্ত
কারো হাত পুড়েগেছে, কারো মগজ জ্বলছে!
আমি সব চলাচল ঘুরে ঘুরে এর ওর সাথে ধাক্কা খেয়ে
ধৈর্যর শেষ মাথায় দাঁড়িয়ে থেকে অনেক দেখেছি
কেউ আমাকে বসতে বলেনি, কেউ বলেনি দাঁড়াতে।
অদ্ভুত এক ব্যথা বুকে করে আমি নিজের থেকেই দাঁড়িয়ে আছি
এ পুড়ে মরার বীভৎস রাত শেষে,
একদিন পাখির ডানায় চেপে ভোর আসবে,
মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ুবে দশদিকের দিক্বিদিক;
সে আলোতে সবাই আমরা সবাইকে দেখে দেখে কথা বলতে চাই...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক কিসের যেন একটা মায়াজাল, খুব সুনিপুণে ভুলিয়ে, কোথায় যেন নিয়ে যাচ্ছে মানুষকে? অনেক গভীর অনুভুতি...খুব ভালো লাগলো...
কায়েস খুব সুন্দর কবিতা
রঞ্জন আহমেদ খুব চমৎকার থিম। ভাষাতে গভীরতা ভালো লেগেছে।
জায়েদ রশীদ ছুটে চলা সময়ের অবিরাম চাকা, তার ওপর ভর করে ধরিত্রীর যাত্রা। কিছু পাওয়া আর না-পাওয়া, তবুও এক ভরের অপেক্ষা।
আশরাফুল হক খুব ভালো লিখেছেন।
এফ, আই , জুয়েল # বিশাল ভাবের আবেগী উল্লাস----অনেক সুন্দর কবিতা ।।
রোদের ছায়া অসম্ভব ভালো লাগলো আপনার কবিতা , অনেক দিন পর আপনার লেখা আবার পেয়ে খুবই ভালো লাগছে . নিয়মিত লিখবেন । ''মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ুবে দশদিকের দিক্বিদিক'' এই লাইনটি তে দশদিকের দিক্বিদিক কেমন যেন লাগে পড়তে ...
সৈয়দ আহমেদ হাবিব সবাই পুড়ছে নিজ আগুনে পুড়ছে কি পৃথিবী! সবাই ধুকছে ভ্রান্ত ঘুনে পৃথিবী তুমি জানকি!

১২ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪